দোকানে ঢুকে শাটার লাগিয়ে প্রাণে বাঁচেন মামুন

মামুন প্রধান নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় প্রাইম জিনস পোশাক কারখানার আয়রন সেকশনে কাজ করেন। এই বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা প্রথম ব্যক্তি তিনি।

ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন নারায়ণগঞ্জের মামুন প্রধান।প্রথম আলো

‘মসজিদের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ভেতর থেকে আগুনের গোলা বের হতে থাকে। দগ্ধ লোকজন সুয়ারেজের পানিতে ঝাঁপিয়ে পড়ছিলেন। আগুনের তাপ এসে লাগে আমার গায়ে। দৌড় দিয়ে আমি পাশের ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে যাই। দোকানের শাটার লাগিয়ে দেওয়া হয়। তারপরও আগুনের তাপ এসে পড়ছিল। তবে প্রাণে বেঁচে যাই।’

এভাবেই নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনার দিন দগ্ধ হয়েও বেঁচে ফেরার বর্ণনা দিচ্ছিলেন মামুন প্রধান। ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন তিনি।

মঙ্গলবার সকালে শহরের পশ্চিম তল্লা এলাকার মনু মিয়ার ভাড়া বাড়িতে কথা হয় মামুনের সঙ্গে। তিনি শহরের বরফকল এলাকায় প্রাইম জিনস পোশাক কারখানার আয়রন সেকশনে কাজ করেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী গ্রামে। এই বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা প্রথম ব্যক্তি তিনি।

ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন নারায়ণগঞ্জের মামুন প্রধান
ছবি: প্রথম আলো

সেই দিনের ঘটনা বর্ণনা করে মামুন প্রধান বলেন, মসজিদের ভেতরে নামাজ হচ্ছিল। তিনি মসজিদের পাশে ইকবালের ইভা ভ্যারাইটিজ স্টোরে যান সদাই আনার জন্য। তাঁর শ্যালক কাদের ওই দোকানে কাজ করেন। তিনি গেলে দোকানের মালিক ইকবাল তাঁকে চা দেন। তিনি চা পান শেষে মসজিদের গেটের সামনে যাওয়ামাত্র বিকট শব্দে বিস্ফোরণ শুনতে পান। ভেতর থেকে আগুনের তাপ এসে তাঁর গায়ে লাগে। সবাই পাগলের মতো ছোটাছুটি করছিলেন। তিনি ‘আগুন’ ‘আগুন’ বলে চিৎকার করে পাশের ইকবালের দোকানে ঢুকে পড়েন। তৎক্ষণাৎ শাটার লাগিয়ে দেওয়া হয়। দোকানের ভেতরে তখন তিনি, দোকানের মালিক ইকবাল ও ইকবালের শ্যালক ছিলেন। আগুনে মামুনের বাম হাত, দুই পা পুড়ে গেছে। মাথার চুল পুড়ে গলে জটলা বেঁধে গেছে। পোড়া জায়গায় প্রচণ্ড ব্যথা ও জ্বালাপোড়া বলে তিনি জানালেন।

মামুন স্ত্রী রুবি বেগমকে নিয়ে শহরের পশ্চিম তল্লা এলাকায় ভাড়া থাকেন। ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত মামুন বলেন, ‘কবে সুস্থ হতে পারব, জানি না। কীভাবে সংসার চলবে, সেটি ভেবে পাচ্ছি না।’ তিনি সরকারের কাছে সহায়তা চান। মামুনের স্ত্রী রুবি আক্তার প্রথম আলোকে বলেন, ‘আল্লাহ স্বামীকে প্রাণে রক্ষা করেছেন, শুকরিয়া জানাই। অসুস্থ স্বামী কবে নাগাদ সুস্থ হবেন, জানি না। কীভাবে বাসা ভাড়া দেব, কীভাবে সংসার চলবে; জানি না।’

গত শুক্রবার নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ হয়। দগ্ধ হন অর্ধশতাধিক মুসল্লি। এখন পর্যন্ত মারা গেছেন ২৭ জন।