‘ভ্রাম্যমাণ মানবতার বাজারে’ তৃতীয় দিনে ৩৫০ পরিবারকে সহায়তা

ভ্রাম্যমাণ মানবতার বাজার থেকে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিনা মূল্যে খাদ্যপণ্য বিতরণ করা হচ্ছে
ছবি: প্রথম আলো

বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) চালু করা ‘ভ্রাম্যমাণ মানবতার বাজার’ থেকে তৃতীয় দিনে নগরের দুটি এলাকায় ৩৫০ পরিবারের মধ্যে খাবারসহ ১১ ধরনের নিত্যপণ্য সরবরাহ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল অবধি নগরের নতুন বাজার ও নগরের উপকণ্ঠে কাশিপুর বাজার এলাকায় দুস্থ, অসহায়, কম আয়ের পরিবারগুলোর মধ্যে বিনা মূল্যে এসব খাদ্যপণ্য বিতরণ করা হয়।

এর মধ্যে নতুন বাজার এলাকায় ২০০ এবং কাশিপুর বাজার এলাকায় ১৫০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, আটা, সেমাই, চিনি, দুধ, শাকসবজিসহ ১১টি পণ্য বিনা মূল্যে বিতরণ করা হয়।

৬ মে নগরের অমৃত লাল দে মহাবিদ্যালয় মাঠে অস্থায়ী মানবতার বাজারের কার্যক্রম শুরু করে বাসদ। দুই দিন পর ওই মাঠ ব্যবহারে আপত্তি জানায় কলেজ কর্তৃপক্ষ। সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন, ক্ষমতাসীন দলের চাপে কলেজ কর্তৃপক্ষ ওই মাঠ ব্যবহারের অনুমতি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। পরে বাসদ নেতারা গত রোববার থেকে ভ্যানে করে পণ্য নিয়ে নগরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থ, আয় কমে যাওয়া পরিবারগুলোর মধ্যে এসব খাদ্যসহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

মঙ্গলবার ভ্রাম্যমাণ বাজার পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব, সদস্যসচিব মনীষা চক্রবর্তী, বরিশাল রিকশা ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, দপ্তর সম্পাদক সুশান্ত সুকুল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ১ নম্বর ওয়ার্ড সভাপতি সেকেন্দার মৃধা, ২৮ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন, ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সদস্য রিতা ব্যাপারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিজন সিকদার।

আরও পড়ুন

এ সময় মনীষা চক্রবর্তী ঘোষণা করেন, করোনাকালে মানুষের আয়-রোজগারে যত দিন টানাপোড়েন থাকবে, তত দিন বাসদ তার সামর্থ্য অনুযায়ী নগরের দুস্থ, খেটে খাওয়া, শ্রমজীবী অসহায় মানুষের পাশে থাকবে, মানবতার বাজার পরিচালনা করবে।

মনীষা চক্রবর্তী বলেন, বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবিলায় মানুষকে সম্মানের সঙ্গে খাদ্যসহায়তা দেওয়ার জন্য গত বছরের ১২ এপ্রিল মানবতার বাজার চালু করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে গত বছর ১৫ হাজার পরিবারকে সহায়তা করা হয়েছিল। পাশাপাশি বিনা মূল্যে অক্সিজেন ব্যাংক সেবা, অ্যাম্বুলেন্স সেবা, করোনা রোগীদের চিকিৎসা, মানবতার কৃষি, মানবতার পাঠশালাসহ বিভিন্ন সহায়তা করা হয়। ‘মানবতার বাজার’ নামের বিনা মূল্যের বাজারের মডেলটি শুধু বরিশালে বা দেশে নয়, দেশের বাইরেও প্রচুর সুনাম কুড়িয়েছে।

এ সময় তিনি অসহায় দুস্থ পরিবারকে ১ মাসের খাবার ও ৫ হাজার টাকা নগদ অর্থ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আগামীকাল বুধবার এই ভ্রাম্যমাণ মানবতার বাজার বেলা ১১টায় অশ্বিনীকুমার হল চত্বরে এবং দুপুর ১২টায় কাউনিয়া হাউজিংয়ের চৌরাস্তায় থাকবে।