ভেজাল ডিজেল বিক্রি, গ্রাহক পেলেন ক্ষতিপূরণ
নেত্রকোনার কেন্দুয়ায় ‘হিমালয় ফিলিং স্টেশন’ থেকে ভেজাল ডিজেল কিনে প্রতারিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ে অভিযোগ করেন এক ব্যক্তি। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানটি অভিযোগকারী মো. সাদ্দাম হোসেন নামের ওই ব্যক্তিকে ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান তাঁর কক্ষে মো. সাদ্দাম হোসেনের হাতে ৩৫ হাজার টাকা তুলে দেন। এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন গত ২০ সেপ্টেম্বর কেন্দুয়ার সান্ধিকোনা এলাকায় হিমালয় ফিলিং স্টেশন থেকে তাঁর মাহিন্দ্র গাড়ির জন্য ২ হাজার ৫০০ টাকার ডিজেল কেনেন। কিন্তু ওই ডিজেল গাড়িতে ভরার পর থেকেই গাড়িতে সমস্যা হয়। পরদিন দুপুরে তিনি এ নিয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ে অভিযোগ করেন।
পরে পরীক্ষায় নিশ্চিত হয়, গাড়িতে দেওয়া ডিজেল ভেজাল ছিল। মঙ্গলবার এ নিয়ে শুনানি হয়। পরে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে মালিক মিজানুর রহমান তাঁদের দোষ স্বীকার করে অভিযোগকারীর কাছে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে অভিযোগকারীর সম্মতিতে তাঁকে ক্ষতিপূরণ বাবদ ৩৫ হাজার টাকা দেন।
ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিষয়গুলো মেনে চলার অঙ্গীকার করেছেন মিজানুর রহমান।