ভালুকায় ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল অটোচালকসহ দুজনের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোর চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার রাংচাপড়া এলাকায় ভালুকা-রান্দিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন ব্যাটারিচালিত অটোটির আরও চার যাত্রী। নিহত ব্যক্তিরা হলেন অটোচালক আবুল হোসেন (৫০) ও যাত্রী আবদুল মতিন (৪৫)। তাঁদের দুজনের বাড়ি ভালুকা উপজেলার রান্দিয়া ও পরুড়া গ্রামে।

পুলিশ ও ভালুকা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া এলাকায় রান্দিয়া থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটো ভালুকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মাটিবহনকারী একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস নিহত ব্যক্তিদের লাশ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আশঙ্কাজনক হওয়ায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার আল-মামুন জানান, ঘটনাস্থল থেকে দুজনের লাশ ও আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, নিহত দুজনের লাশ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।