ভালুকায় ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল অটোচালকসহ দুজনের
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোর চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার রাংচাপড়া এলাকায় ভালুকা-রান্দিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন ব্যাটারিচালিত অটোটির আরও চার যাত্রী। নিহত ব্যক্তিরা হলেন অটোচালক আবুল হোসেন (৫০) ও যাত্রী আবদুল মতিন (৪৫)। তাঁদের দুজনের বাড়ি ভালুকা উপজেলার রান্দিয়া ও পরুড়া গ্রামে।
পুলিশ ও ভালুকা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া এলাকায় রান্দিয়া থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটো ভালুকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মাটিবহনকারী একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস নিহত ব্যক্তিদের লাশ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আশঙ্কাজনক হওয়ায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার আল-মামুন জানান, ঘটনাস্থল থেকে দুজনের লাশ ও আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, নিহত দুজনের লাশ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।