ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের সীমানা নিয়ে দ্বন্দ্বে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

হত্যা
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুকুরের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে শাহজাহান মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও গলা চেপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে উপজেলার মনিয়ন্ধ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান মনিয়ন্ধ গ্রামের প্রয়াত শামসু মিয়ার ছেলে। তিনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শাহজাহান মিয়ার মেয়েজামাই মো. শফিকুল ইসলাম বলেন, রোববার সকালে পুকুরপাড়ের সীমানা নিয়ে নিলাখাত গ্রামের সিরাজুল হকের ছেলের সঙ্গে তর্ক–বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে সিরাজুলের দুই ছেলে কাইয়ুম ও সোহেল শাহজাহানের গলা চেপে ধরে ও বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ নিয়ে যায়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।