ব্রাহ্মণপাড়ায় হোটেলের খাবার খেয়ে অর্ধশতাধিক পুলিশ সদস্য হাসপাতালে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের দায়িত্বে পালন করতে এসে হোটেলের খাবার খেয়ে শতাধিক পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে ৫২ পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্বে জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানা থেকে প্রায় এক হাজার পুলিশ সদস্য গতকাল বুধবার ব্রাহ্মণপাড়ায় আসেন। তাঁদের খাওয়ার জন্য উপজেলা সদরের ইত্যাদি হোটেল থেকে এক হাজার প্যাকেট খাবার নেয় পুলিশ। ওই খাবার খাওয়া পরে শতাধিক পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ মবিন প্রথম আলোকে বলেন, খাবারের কারণে শতাধিক পুলিশ সদস্য অসুস্থ হয়েছেন। তাঁদের বমি ও পাতলা পায়খানা দেখা দিয়েছে। এর মধ্যে ৫২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ইত্যাদি হোটেল থেকে এক হাজার প্যাকেট খাবার সরবরাহের জন্য বলা হয়েছে। ওই খাবার পেয়ে অনেকে আগে খেয়েছেন, আবার কেউ পরে খেয়েছেন। যাঁরা পরে খেয়েছেন তাঁরাই আক্রান্ত হয়েছেন। তবে বেশির ভাগ পুলিশ সদস্য সুস্থ হয়ে গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। গাফিলতি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার নির্বাচনী কাজে কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও জানান তিনি।