ব্রাহ্মণপাড়ায় অটোরিকশা উল্টে সাত মাস বয়সী শিশুর মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম সানিয়া আক্তার। এ দুর্ঘটনায় তার বোন সুমাইয়া আক্তারও (৮) আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা সেলিনা আক্তার আজ মঙ্গলবার দুপুরে দুই মেয়েকে নিয়ে বড়ধুশিয়া থেকে তাঁর বাবার বাড়ি একই ইউনিয়নের সাজঘর গ্রামে যাচ্ছিলেন। স্থানীয় ইতালি মার্কেটের সামনে পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশাটি উল্টে কৃষিজমিতে পড়ে যায়। এ সময় চাকার নিচে পড়ে শিশু সানিয়া। সেলিনা আক্তারসহ বড় মেয়ে সুমাইয়া আক্তারও গাড়ির নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই মারা যায় শিশু সানিয়া। সুমাইয়া আক্তারকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা–পুলিশ নিহত সানিয়া আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের মা সেলিনা আক্তার কাঁদতে কাঁদতে বলেন, ‘বাবার বাড়িতে ইফতারির দাওয়াতে দুই মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। অটোরিকশাচালক রাস্তার এক পাশে চলে গেলে গাড়িটি উল্টে গিয়ে খেতে পড়ে। এতে আমার ছোট মেয়ে মারা গেছে, বড় মেয়েটিকেও হাসপাতালে ভর্তি করেছি। মেয়েদের নিয়ে আর বাবার বাড়িতে যেতে পারলাম না।’
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা প্রথম আলোকে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে শিশুটি মারা গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।