বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
ঈদের দিন ঘুরে বেড়ানোর জন্য মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল তিন বন্ধু। বাড়ি ফেরার আগেই তাদের মধ্যে দুইজন সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারায় । মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কুইচামারা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন।
নিহতরা হচ্ছে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের শ্রীহরিপুর গ্রামের আবদুর রহিমের ছেলে রিপন ওরফে আল আমিন (১৬) ও একই গ্রামের আছর উদ্দিনের ছেলে রিপন (১৬)। এ সময় আহত হয়েছে তাদের বন্ধু আমিনুল ইসলাম (১৪)।
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইয়ার হোসেন জানান, বিকেলে আল আমিন, রিপন ও আমিনুল ঈদে আনন্দ করতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল তারা। একপর্যায়ে টাঙ্গাইল-জামালপুর সড়কের কুইচামারা সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুসংলগ্ন পিলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আল আমিন ও রিপনকে মৃত ঘোষণা করেন। আমিনুলকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।