বাসে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে যুবকের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাসে উঠতে গিয়ে পিছলে চাকার নিচে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বহলবাড়িয়া এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া যুবকের নাম খালিদ বিন কুদ্দুস (২৬)। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পোড়াঘাটি গ্রামের আবদুল কদ্দুসের ছেলে। তিনি গাজীপুরে একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। খালিদ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলার হাজিরা দিতে টাঙ্গাইল থেকে বিআরটিসি বাসে করে কুষ্টিয়ায় আসছিলেন খালিদ। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের সংস্কারকাজ চলায় মহাসড়কে যানজটে যানবাহন আটকা পড়ে। এ সময় বহলবাড়িয়া এলাকায় বাসটি থেমে যায়। সেখানে খালিদ নেমে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকেন।
যানজট ছাড়লে বাস যেতে থাকে। এ সময় দৌড়ে বাসে উঠতে গিয়ে পিছলে বাসের চাকার নিচে পড়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় খালিদকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় যুবকের লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।