বাসার সামনে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্রী গুলিবিদ্ধ
খুলনা নগরের মিস্ত্রিপাড়া বাজার এলাকার আরাফাত জামে মসজিদের সামনে লামিয়া (১৫) নামের এক স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
লামিয়া আরাফাত জামে মসজিদ এলাকার মো. জামাল হোসেনের মেয়ে। সে নগরের সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বেলা সাড়ে ১১টার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের মিস্ত্রিপাড়া আরাফাত জামে মসজিদ এলাকায় লামিয়া বেলা ১১টার দিকে বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিল। এমন সময় বিপরীত পাশের ইউসুফ খাঁর বাড়ির দিক থেকে একটি গুলি এসে মেয়েটির বাঁ পায়ের ওপরের অংশে বিদ্ধ হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন।
এখন পর্যন্ত যা জানা গেছে, লামিয়াদের বাড়ির বিপরীত দিকে ইউসুফ খাঁ নামের একজন ঠিকাদারের বাড়ি। ঠিকদারের কাছ থেকে কিছু যুবক চাঁদা চাইতে এসেছিলেন। তিনি চাঁদা দেওয়ার কথা বলে রুমে গিয়ে পিস্তল এনে যুবকদের তাড়া করলে তাঁরা দৌড় দেন। এ সময় দুটি গুলি ছোড়েন তিনি। সেই গুলি লামিয়ার পায়ে লেগেছে।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক মিল্টন মল্লিক বলেন, মেয়েটির জীবনের ঝুঁকি না থাকলেও পায়ের ক্ষতি হতে পারে।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম দুপুরে প্রথম আলোকে বলেন, লামিয়ার পরিবার বেশ গরিব। এখন পর্যন্ত যা জানা গেছে, লামিয়াদের বাড়ির বিপরীত দিকে ইউসুফ খাঁ নামের একজন ঠিকাদারের বাড়ি। ঠিকদারের কাছ থেকে কিছু যুবক চাঁদা চাইতে এসেছিলেন। তিনি চাঁদা দেওয়ার কথা বলে রুমে গিয়ে পিস্তল এনে যুবকদের তাড়া করলে তাঁরা দৌড় দেন। এ সময় দুটি গুলি ছোড়েন তিনি। সেই গুলি লামিয়ার পায়ে লেগেছে। পুলিশ পুরো বিষয় তদন্ত করছে।