বানারীপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ির নিচে পাওয়া গেল অজ্ঞাত নবজাতক

বরিশাল জেলার মানচিত্র

বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সিঁড়ির নিচে অজ্ঞাতপরিচয় এক নবজাতক পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে। পরে বিকেলে শিশুটির প্রাথমিক পরিচর্যা শেষে আগৈলঝাড়া উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের পরিচালনাধীন ছোটমণি নিবাসে (বেবি হোমস) পাঠানো হয়েছে।

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, আজ বেলা দুইটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সিঁড়ির নিচে এক নবজাতকের কান্না শুনতে পান কর্তব্যরত নার্সরা। পরে তাঁরা সেখানে যান এবং ওই নবজাতককে উদ্ধার করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাহিম আরিফ বলেন, নবজাতক সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মিডওয়াইফ তাকে মাতৃস্নেহে দুগ্ধপান করিয়েছেন। এ বিষয়ে বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার বলেন, হাসপাতালে নবজাতক পাওয়ার খবর পেয়ে সেখানে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে পাঠানো হয়। পরে নবজাতককে বিকেলে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়ায় ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।

এদিকে হাসপাতালে অজ্ঞাতপরিচয় নবজাতক পাওয়ার খবরে সেখানে শত শত উৎসুক জনতা ভিড় করেন। নার্সসহ অনেকেই নবজাতকটিকে দত্তক নেওয়ারও আগ্রহ প্রকাশ করেন।