বরিশাল নগরে মেস থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার
বরিশাল নগরের ব্রজমোহন (বিএম) কলেজ এলাকার একটি মেস থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত ৯টার দিকে কলেজের মসজিদ গেটের সামনের গলির আইনুন ভিলা নামের একটি বাড়ির কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা–পুলিশ।
বাড়িটি ছাত্রীদের মেস হিসেবে ভাড়া দেওয়া হয়। মেসটির তত্ত্বাবধায়ক দাবি করেছেন, ওই ছাত্রী তাঁর নিজের কক্ষে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
মারা যাওয়া ছাত্রীর নাম সানি জাহান (১৮)। তিনি সরকারি বরিশাল কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। সানি পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল এলাকার মাসুম ফরাজীর মেয়ে। তিনি আইনুন ভিলার চতুর্থ তলার ৪০৪ নম্বর কক্ষে দেড় বছর ধরে থাকতেন।
আইনুন ভিলার তত্ত্বাবধায়ক মর্জিনা বেগম বলেন, সন্ধ্যার পরপরই মেসের অন্য ছাত্রীদের ডাক-চিৎকার শুনে তিনি চারতলায় ছুটে যান। দরজার ওপর থেকে দেখতে পান ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছেন ওই ছাত্রী। পরে পুলিশকে ফোন দেন। রাত ৯টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
আইনুন ভিলার মালিক আইনুন বেগম বলেন, প্রায় দেড় বছর ধরে সানি এই মেসে ভাড়া থাকতেন। তবে ওই ছাত্রীর চলাফেরায় সন্দেহজনক কোনো বিষয় চোখে পড়েনি তাঁদের।
পুলিশের একটি সূত্র জানায়, মৃত ছাত্রীর হাতে ব্লেড দিয়ে কাটা অনেক দাগ রয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, দরজা ভেঙে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা, সেটি নিশ্চিত হওয়া যায়নি। ছাত্রীর মুঠোফোনটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর মূল কারণ নিশ্চিত হওয়া যাবে।