বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ৩ জেলে নিখোঁজ, ১৮ ট্রলারের খোঁজ নেই

বঙ্গোপসাগর
ফাইল ছবি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে তিন জেলে নিখোঁজ হয়েছেন। এ ছাড়া ১৮টি ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঝড়ের কবল থেকে উপকূলে ফিরে আসা জেলেরা জানিয়েছেন, এর মধ্যে অন্তত ১০টি ট্রলার সাগরে ডুবে গেছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে বৈরী আবহাওয়ার মধ্যে সুন্দরবনের দুবলার চর ও আলোরকোলের শুঁটকিপল্লি থেকে শতাধিক জেলে সাগরে মাছ ধরতে যান। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ার পর অন্য ট্রলারের সহায়তায় অধিকাংশ জেলে তীরে ফিরে আসেন। তবে ছয় জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এর মধ্যে শুক্রবার সকালে অভিযানে নেমে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চর থেকে তিন জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। বাকি তিনজনকে উদ্ধারে এখনো অভিযান চলছে। নিখোঁজ জেলেদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাগরে মাছ ধরতে যাওয়া দুবলার চর শুঁটকিপল্লির ৩ জন জেলে ও ১৮টি ট্রলার নিখোঁজ রয়েছে। এর মধ্যে অধিকাংশ ট্রলার ডুবে গেছে বলে জানিয়েছেন জেলে ও মহাজনেরা। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড, বন বিভাগ ও অন্য জেলেরা কাজ করেছেন।