বগুড়ায় প্রতিবেশীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ার শেরপুরে প্রতিবেশী ফুফুর বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরিবারের ধারণা, ওই যুবক গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (৩৫)। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। রহিম বিবাহিত হলেও তাঁর স্ত্রী বাবার বাড়ি সিরাজগঞ্জে থাকেন। তাঁদের একমাত্র সন্তান নূরনবী (১৫) নবম শ্রেণিতে পড়ে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, আবদুর রহিমের বাড়ির পাশে প্রতিবেশী আবদুর রশিদের বাড়ি। এই বাড়ির বারান্দার বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আবদুর রহিমের লাশ উদ্ধার করা হয়েছে। আজ ভোররাতে আবদুর রহিম প্রতিবেশী আবদুর রশিদের বাড়িতে সাহ্রি করেছেন। এরপর সকালে ওই বাড়ির বারান্দায় তাঁর লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিবার জানিয়েছে, আবদুর রহিম মাদকাসক্ত ছিলেন। এ জন্য বেশ কিছুদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
আবদুর রশিদের পরিবার জানায়, আজ সকালে তাঁরা ঘুম থেকে উঠে আবদুর রহিমের লাশ বারান্দায় ঝুলতে দেখেন। তাঁরা ধারণা করছেন, আবদুর রহিম আত্মহত্যা করেছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আবদুর রহিমের মৃত্যু নিয়ে পুলিশের অনুসন্ধান চলছে। তবে নিহত ব্যক্তির পরিবারের এ বিষয়ে কোনো অভিযোগ নেই। পরিবারের লোকজনও ধারণা করছেন, আবদুর রহিম আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ বেলা ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।