বউ-শ্বশুরের ওপর রাগ করে নিজের ঘরে আগুন দিলেন যুবক

অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

খাগড়াছড়ির রামগড় উপজেলায় স্ত্রী ও শ্বশুরের ওপর রাগ করে নিজের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন এক যুবক। গতকাল শনিবার রাতে উপজেলার পূর্ববলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম মো. মিজান (৩২)। তিনি একই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তিন বছর আগে শ্বশুরবাড়ির সঙ্গে মিজানের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পূর্ববলিপাড়া এলাকায় নিজ বাড়িতে স্ত্রী জান্নাতুল ও ছেলেমেয়ে নিয়ে বসবাস করে আসছিলেন মিজান। গতকাল সন্ধ্যায় নোয়াখালী থেকে মেয়ে ও নাতি-নাতনিদের দেখতে জামাতার বাড়িতে আসেন মিজানের শ্বশুর। শ্বশুরকে দেখেই ক্ষুব্ধ হন মিজান। একপর্যায়ে মিজান ঘর থেকে স্ত্রী ও তিন সন্তানকে বের করে ঘরে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই মাটির তৈরি টিনের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে অন্তত চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান জানান, খবর পেয়ে আজ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘটনার পর থেকে বাড়ির মালিক মিজান পলাতক।