ফেনী জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম ২৪ দিনে এই হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৫০ জনের মৃত্যু হলো। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী আজ শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৫টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪ দশমিক ৫৬। নতুন আক্রান্তদের মধ্যে ছাগলনাইয়ায় সর্বোচ্চ ৬ জন, দাগনভূঞায় ৩ এবং ফেনী সদর ও সোনাগাজীতে ২ জন করে আছেন।

এখন পর্যন্ত জেলায় মোট ৫১ হাজার ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ৬২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্ হয়েছেন ৯ হাজার ১০৫ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৯ জন।

চলতি মাসে এখন পর্যন্ত ৩ হাজার ৯৯৮ জনের নমুনা পরীক্ষায় ৪৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ১৮। এর আগের মাসে জেলায় ১১ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪০৯ জন আক্রান্ত হয়েছিলেন। শনাক্তের হার ছিল ২০ দশমিক ৭৬। ওই মাসে করোনায় ৩৫ জন ও উপসর্গ নিয়ে ১০৮ জন মারা গেছেন।

আবুল খায়ের মিয়াজী বলেন, কয়েক দিন ধরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা অনেকটাই কমেছে। বর্তমানে হাসপাতালের কোভিড ইউনিটে ৪০ জন রোগী ভর্তি। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ১৩ জন। বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেলার সিভিল সার্জন রফিক উস সালেহীন বলেন, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২৬ জন করোনা শনাক্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ১৩ জন, দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া ১ হাজার ৩০৩ জন করোনা শনাক্ত রোগী বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।