ফুলকুঁড়ি আসরের জাতীয় ক্যাম্পের রেজিমেন্টের নাম ভাষা শহীদদের নামে
গাজীপুরে ফুলকুঁড়ি আসরের ২৬তম জাতীয় ক্যাম্পের পর্দা উঠেছে। আজ শনিবার বিভিন্ন জেলা থেকে আসা জাতীয় শিশু–কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের একাদশ থেকে স্নাতকোত্তরে অধ্যয়নরত সংগঠকদের নিয়ে গাজীপুর রোভার স্কাউট ট্রেনিং ক্যাম্পে চার দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করা হয়।
ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে ফুলকুঁড়ি আসর তাদের ২৬তম জাতীয় ক্যাম্পের রেজিমেন্টের নামকরণ করেছে ১৯৫২ সালে ভাষার জন্য জীবন দেওয়া সালাম, বরকত, জব্বার, শফিকসহ ছয় ভাষা শহীদের নামে।
চার দিনব্যাপী এই ক্যাম্পে ব্যক্তিগত মানোন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, বিভিন্ন প্রতিযোগিতা, সংসদীয় বিতর্ক, ফুলকুঁড়ি গেম ও আনুষ্ঠানিক কুচকাওয়াজসহ কুড়িটির বেশি বিষয় নিয়ে বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রায় ২০০ শিক্ষার্থী এই ক্যাম্পে অংশ নিয়েছেন।
আসরের প্রধান পরিচালক মো. আবরারুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহসভাপতি এম এ বারী। উপস্থিত ছিলেন আসরের সাবেক প্রধান পরিচালক এস এম মিজানুর রহমান।