ফরিদপুরে করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী, সোমবার প্রশাসনের জরুরি সভা
ফরিদপুর জেলায় কয়েক দিন ধরে ক্রমেই করোনা শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। আজ রোববার ফরিদপুরে ১৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৭ জনের করোনা পজিটিভ আসে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫৫ দশমিক শূন্য ৬ শতাংশ।
তিন দিনের ব্যবধানে করোনা শনাক্তের হার ৫০ শতাংশের ওপরে উঠে যাওয়ায় উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। এমন অবস্থায় সোমবার (১৪ জুন) বেলা ৩টায় জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভা আহ্বান করেছেন জেলা প্রশাসক অতুল সরকার।
ফরিদপুর করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, রোববার ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের পজিটিভ হয়। শনাক্তের হার ৫৫ দশমিক শূন্য ৬ শতাংশ। এর আগের দিন গতকাল শনিবার ৬২ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়। শনিবার শনাক্তের হার ছিল ৪৫ দশমিক ১৬ শতাংশ। এর আগে গত ১১ জুন ৬৯ জনের পরীক্ষা করে শনাক্ত হয় ১৭ জনের। শনাক্তের হার ছিল ২৪ দশমিক ৬৩ শতাংশ। ১০ জুন ১৫৩ জনের পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৪৬ জনের। শনাক্তের হার ৩০ দশমিক শূন্য ৬ জন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে এ পর্যন্ত ১০ হাজার ৯০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ১৮৮ জন। এর মধ্যে ফরিদপুরের বাসিন্দা ৬৯ জন। বাকিরা আশপাশের বিভিন্ন জেলার।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার রোববার রাতে প্রথম আলোকে বলেন, করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে। এ প্রেক্ষাপটে সোমবার বেলা তিনটায় করোনা কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। ভার্চ্যুয়ালি এ সভা হবে। তিনি বলেন, মানুষের মধ্যে লকডাউন মানার প্রবণতা কম। কীভাবে বিধিনিষেধ কার্যকর করবেন, তা নিয়ে ভাবছেন।