প্রার্থীর মৃত্যুতে ত্রিশালে মেয়র পদে নির্বাচন স্থগিত
ময়মনসিংহের ত্রিশালে ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
ত্রিশাল পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সফিকুল ইসলাম আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রোববার সন্ধ্যায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এম এস আলম বাবলু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন। এর আগে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কার্যালয়। বাবলুর মৃত্যুর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার নির্বাচন বিধিমালা ২০১০-এর ২০ বিধি অনুসারে বিজ্ঞপ্তি প্রকাশ করে মেয়র পদের নির্বাচন স্থগিত করা হয়। তবে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।