প্রশাসন থেকে সহযোগিতা পাইনি, তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে: আরফানুল

কুমিল্লা সিটি নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক
ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক (রিফাত) বলেছেন, এ নির্বাচনে প্রশাসন থেকে কোনো ধরনের সহযোগিতা তিনি পাননি। অন্তত ৭ /৮টি ভোটকেন্দ্রে নৌকার লোকজনকে হয়রানি করা হয়েছে। কোথাও মারধর করা হয়েছে। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর আজ বুধবার বিকেল ৫টার দিকে প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী এসব কথা বলেন।

আরফানুল হক অভিযোগ করেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডে, ১৭ নম্বর ওয়ার্ডে, ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ এলাকা, ২৪ নম্বর ওয়ার্ডের গন্ধমতি ভোটকেন্দ্রে আমার কর্মীদের ওপর পুলিশ হয়রানি করেছে। কোথাও আওয়ামী লীগের নেতা-কর্মীরা কাউকে ডিস্টার্ব করেনি। কর্মীরা সড়কের পাশে কিনারায় দাঁড়িয়ে ছিলেন, সেখানে হয়রানি করা হয়েছে। এটা আমাকে ব্যথিত করেছে।’ তবে জয়ের ব্যাপারে আশাবাদী মন্তব্য করে তিনি বলেন, ‘নৌকার নিশ্চয়ই জয় হবে।’

আরফানুল হক কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো ভোট করেছেন। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। এবার তৃতীয়বারের মতো ভোট হলো। এখন ফলাফলের অপেক্ষায় নগরবাসী। নগরবাসী নতুন মেয়র পাবে, নাকি পুরোনো মেয়রই আবার আসবেন; তার মীমাংসা হবে আজ।

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘নির্বাচন সুন্দর হয়েছে। কমিশন সুন্দর নির্বাচন উপহার দিয়েছে। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়ে কুমিল্লায় এসে আমি বলেছিলাম, কুমিল্লাবাসীকে সুন্দর নির্বাচন উপহার দেব। কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার খবর পাইনি।’