পালানোর সময় ভারতীয় সীমান্তে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
পালানোর সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের শূন্যরেখার কাছ থেকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার রাত ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে এই আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মেরাজ মিয়া (১৯)। তিনি নরসিংদী জেলার বেলাব উপজেলার দেওয়ানের চর গাংকুলপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৯–এর সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি বেলাব উপজেলার দেওয়ানের চর গাংকুলপাড়া গ্রামের একটি বাড়িতে পরিবারের লোকজনের অনুপস্থিতিতে জানালা দিয়ে ঢুকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন মেরাজ মিয়া। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় বেলাব থানায় একটি ধর্ষণ মামলা হয়।
এরপর মেরাজ মিয়া পালিয়ে অবস্থান নেন চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে। র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান চিহ্নিত করে। পরে স্থানীয় বিজিবি ৫৫ ব্যাটালিয়নের বাল্লা ক্যাম্পের সহায়তা নিয়ে গতকাল রাত ১২টার দিকে শূন্যরেখার পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় আসামি র্যাবের কাছে স্বীকার করেন, তিনি ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান জানান, আসামি সীমান্তের শূন্যরেখার পাশে অবস্থান নিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। তাঁকে গ্রেপ্তারের পর আজ নরসিংদী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।