পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন ৩১ মার্চ
পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন দুই দফা স্থগিতের পর ৩১ মার্চ নতুন দিন ধার্য হয়েছে। সে অনুযায়ী প্রার্থীরা নতুন করে আবার মনোনয়নপত্র জামা দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুজন প্রার্থী চূড়ান্ত বলে গণ্য হয়েছেন। অন্যদিকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে চূড়ান্ত হয়েছেন ৪১ জন প্রার্থী।
পৌরসভাটিতে গত ১৬ জানুয়ারি প্রথম দফায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে গেজেটে প্রকাশিত পৌর এলাকার বর্ধিত শহর অংশের ভোটার তালিকায় হালনাগাদের জন্য দুজন ইউনিয়ন পরিষদ সদস্য আদালতে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর উচ্চ আদালতের দুজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। এতে নির্বাচন স্থগিত হয়। পরবর্তী সময়ে আপিল বিভাগে স্থগিতাদেশ খারিজ হলে দ্বিতীয় দফায় ৩০ জানুয়ারি ভোট গ্রহণের নতুন দিন ধার্য হয়। কিন্তু ভোট গ্রহণের ঠিক আগের দিন ২৯ জানুয়ারি আবারও আদালত নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারি করে পুনঃ তফসিলের মাধ্যমে নির্বাচনের আদেশ দেন। সে অনুযায়ী তৃতীয় দফায় ৩১ মার্চ নির্বাচনের নতুন দিন ধার্য করা হয়।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মো. রওশন আলী আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। নির্দেশনা অনুযায়ী মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ এবং যাচাই-বাছাই শেষ হয়েছে বলেও জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন তফসিল ঘোষণার পর মেয়র পদে দুজন ও কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা এবং বিএনপির প্রার্থী হিসেবে সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হুদা কামাল বিশ্বাসের মনোনয়নপত্র চূড়ান্ত হয়।
রিটার্নিং কর্মকর্তা মো. রওশন আলী প্রথম আলোকে বলেন, নির্দেশনা অনুযায়ী নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১৫ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য আছে। এরপর ১৬ মার্চ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ভোটের আনুষ্ঠানিকতা শুরু হবে।