পানির নিচ থেকে ৫ কোটি টাকার আইস উদ্ধার
কক্সবাজারের টেকনাফে জলকপাটের পিলারের সঙ্গে বেঁধে রাখা পলিথিনের একটি ব্যাগের ভেতর থেকে এক কেজি আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এর বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের লবণের মাঠসংলগ্ন ৫ নম্বর জলকপাট এলাকা থেকে আইসের এ চালান উদ্ধার করা হয়। প্যাকেটটি পানির নিচে জলকপাটের পিলারের সঙ্গে বাঁধা ছিল। এগুলো মিয়ানমার থেকে পাচার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, উদ্ধার করা ক্রিস্টাল মেথ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ সবার উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।