পানছড়িতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই তিন শিশু হলো চানতি ত্রিপুরা (৭), কুম্বাচি ত্রিপুরা (৮) ও আব্রাহাম ত্রিপুরা (৫)।
স্থানীয় বাসিন্দা অতীশ ত্রিপুরা বলেন, এই সময় এলাকায় পানির সংকট থাকে। প্রতিবছরের মতো এবারও এলাকাবাসী পাহাড়ি ছড়ায় বাঁধ দিয়ে খাবার পানি ধরে রেখেছেন। সেই পানিতে খেলতে গিয়ে তিন শিশু ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুতোষ চাকমা বলেন, শিশুদের হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয়েছে।
পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান পানছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুল আলম।