পাথরঘাটায় মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, সাংবাদিক নিহত
বরগুনার পাথরঘাটায় আনসার ও ভিডিপির পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাংবাদিক মারা গেছেন। রোববার দুপুর ১২টার দিকে পাথরঘাটার কাকচিড়ার বাইনচটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়–সংলগ্ন পাথরঘাটা-বাইনচটকি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখেন।
মারা যাওয়া ওই সাংবাদিকের নাম কে এম মোস্তাফিজুর রহমান (২৫)। তিনি পাথরঘাটা উপজেলার বাইনচটকি গ্রামের সোলায়মান কবির খানের ছেলে। মোস্তাফিজুর দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, রোববার দুপুরের দিকে সাংবাদিক কে এম মোস্তাফিজুর রহমান মোটরসাইকেলে ফেরিঘাট থেকে বাইনচটকি গ্রামে তাঁর বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পাথরঘাটা উপজেলার বাইনচটকি এলাকায় আনসার ও ভিডিপির সরকারি একটি পিকআপ ভ্যান ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাংবাদিক মোস্তাফিজুর রহমান মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় গাছের গুঁড়ি ফেলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। এ সময় আনসার বাহিনীর পিকআপটিও ভাঙচুর করেন।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে পরামর্শ করে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে। সরকারি ওই পিকআপ ভ্যানটি পাথরঘাটা থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। দুর্ঘটনায় নিহত সাংবাদিক মোস্তাফিজুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।