পদ্মায় ধরা পড়েছে ৩৭ কেজির বাগাড়
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলেদের জালে বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন প্রায় ৩৭ কেজি। আজ রোববার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার এক ব্যবসায়ী ৪৮ হাজার টাকায় মাছটি কিনে নেন। মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে বাহির চর দৌলতদিয়া করনেশন কলাবাগান এলাকার মোহনায় জাল ফেলেন মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে গোবিন্দ হালদার। আজ ভোরে জাল নৌকায় তোলার পর দেখেন বিশাল আকারের একটি বাগাড়। মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ফেরিঘাট টার্মিনালসংলগ্ন মাছের বাজারে। স্থানীয় দুলাল মণ্ডলের আড়তে বাগাড়টি তোলার পর ওজন দিয়ে দেখেন ৩৭ কেজি হয়েছে। এ সময় প্রকাশ্য নিলামে অংশ নিয়ে মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় কেনেন মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।
চান্দু মোল্লা বলেন, ‘জেলেরা বড় মাছ শিকার করতে পেরে যেমন খুশি, ব্যবসায়ী হিসেবে আমরাও খুশি। আজ সকাল সাড়ে আটটায় ফেরিঘাটের বিকল্প সড়কসংলগ্ন টার্মিনালের মাছ বাজারে দুলাল মণ্ডলের আড়তে নিলাম থেকে ৪৮ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কিনে নিই। পরিচিত লোকজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছি। ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি করতে পারলে মাছের দাম উঠবে ৫১ হাজার ৮০০ টাকা।’
এর আগে শনিবার দুপুরে গোয়ালন্দের দেবগ্রামের অন্তারমোড় পদ্মার মোহনায় স্থানীয় জেলে আবদুল খালেক মোল্লার পোঁতা জালে প্রায় ৩৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়ে। মাছটি বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে এলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ আলী মৃধা ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৭৫০ টাকায় কিনে নেন। মাছটি তিনি সন্ধ্যার আগেই ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।