পদ্মায় ধরা পড়া ১৩ কেজির বোয়াল বিক্রি হলো ২৪ হাজার টাকায়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীর মোহনায় স্থানীয় জেলেদের জালে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ২৩ হাজার টাকায় কিনেছেন।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট বাইপাস (বিকল্প) সড়কের পাশে অবস্থিত মৎস্য আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কিনে নেন।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, মাছটি বিক্রির জন্য শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাট টার্মিনালসংলগ্ন স্থানীয় মোহন মণ্ডলের আড়তে স্থানীয় জেলেরা বোয়াল মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। এ সময় আড়তদার মোহন মণ্ডল উন্মুক্ত নিলামে বিক্রির জন্য তোলেন। শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে বোয়াল মাছটি কেনেন মোট ২৩ হাজার ৪০০ টাকা দিয়ে।
শাহজাহান শেখ বলেন, মাছটি কেনার পর তিনি আড়তে নিয়ে যান। সেখানে মাছটি দেখতে অনেকে ভিড় করেন। পরে বিক্রির জন্য ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন এলাকার পরিচিতজনদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে থাকেন। একপর্যায়ে গাজীপুর এলাকার এক ব্যবসায়ী ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার টাকায় বোয়াল মাছটি কেনেন।