পদ্মা সেতুর উদ্বোধনের দিনে নরসিংদীতে আনন্দ আয়োজন
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সারা দেশের মতো নরসিংদীতেও আনন্দের জোয়ার বইছে। আজ শনিবার দিনভর জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উদ্যাপন করা হয়েছে।
আজ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে স্টেডিয়ামে স্থাপিত বড় পর্দায় মুন্সীগঞ্জ অংশে প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনের আয়োজন সরাসরি দেখানো হয়।
এ সময় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ জেলার সরকারি-বেসরকারি কার্যালয়গুলোর কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
বেলা তিনটায় স্টেডিয়াম প্রাঙ্গণে ‘প্রত্যয়ের জয়গান’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে কণ্ঠশিল্পী কোনাল, ভয়েজ অব মাইলস, গানকবি ব্যান্ড, ওয়ার ব্যান্ড, বাঁধনহারা থিয়েটার স্কুল ও স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করবেন। কনসার্ট শেষে রাতে শতাধিক আতশবাজি ফুটিয়ে পদ্মা সেতুর উদ্বোধন উদ্যাপন করার কথা আছে।