পদ্মা সেতুর উদ্বোধনে খুলনায় বাঁধভাঙা উচ্ছ্বাস
বাঁধভাঙা উচ্ছ্বাস আর জয়ধ্বনির মধ্য দিয়ে খুলনায় পদ্মা সেতুর উদ্বোধন উদ্যাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করার সঙ্গে সঙ্গে খুলনায় নানা রঙের বেলুন উড়িয়ে মুহূর্তটি উদ্যাপন করা হয়।
আজ শনিবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে বড় পর্দায় সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয় পদ্মা সেতু উদ্বোধনের জাতীয় অনুষ্ঠান। সেখানেই সেতু উদ্বোধনের মুহূর্তটি উদ্যাপন করেন খুলনাবাসী। উদ্যাপনে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি খ. মহিদ উদ্দিন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে খুলনা শহর ও স্টেডিয়ামসংলগ্ন এলাকা রঙিন পতাকা, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়। বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন ভবনে। বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার ও স্থানীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা রেলস্টেশন ও ডাক অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সামনে এলইডি স্ক্রিনে সেতুকে উপজীব্য করে নির্মিত বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।