পটোলখেতে পড়ে ছিল গৃহবধূর রক্তাক্ত মরদেহ

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

যশোরের ঝিকরগাছায় পটোলখেত থেকে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার পানিসারা ইউনিয়নের চাঁপাতলা গ্রামের ঝিনুকদাহ মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই নারীর নাম সুমাইয়া আক্তার (২৫)। তিনি যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের আইয়ুব হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, আজ সকাল ছয়টার দিকে চাঁপাতলা গ্রামের কৃষক গোলাম মোস্তফা গ্রামের ঝিনুকদাহ মাঠে তাঁর পটোলখেতে কাজ করতে যান। কাজের ফাঁকে তিনি পটোলখেতের ঘাসের মধ্যে এক নারীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি এলাকাবাসীকে জানালে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গৃহবধূর গলা, দুই হাতের কবজি, পেট ও কোমরের দুই পাশে ধারালো অস্ত্র দিয়ে কাটা রয়েছে।

পুলিশ জানায়, গৃহবধূর গলা, দুই হাতের কবজি, পেট ও কোমরের দুই পাশে ধারালো অস্ত্র দিয়ে কাটা রয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে শুক্রবার সকাল ছয়টার মধ্যে ওই নারীকে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে বলে পুলিশের ধারণা।

যশোর পুলিশের মুখপাত্র ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন কুমার সরকার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।