২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নড়াইলে এতিম শিশুদের জন্য খাবার পাঠালেন মাশরাফি

বাবা–মা ও ভাইয়ের স্ত্রী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ঢাকার হাসপাতালে থাকায় নিজের নির্বাচনী এলাকায় যেতে পারেননি নড়াইল–২ আসনের সাংসদ ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলের সব এতিমখানার শিশুদের জন্য খাবার পাঠিয়েছেন তিনি।

ক্যাপশন: জাতীয় শোক দিবসে নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা এতিম শিশুদের জন্য খাবার পাঠান।ছবি: প্রথম আলো
ক্যাপশন: জাতীয় শোক দিবসে নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা এতিম শিশুদের জন্য খাবার পাঠান।
ছবি: প্রথম আলো

নড়াইলে এতিমখানার শিশুদের জন্য গতকাল শনিবার দুপুরের খাবার পাঠান নড়াইল-২ আসনের সাংসদ ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তিনি নড়াইলের সব এতিমখানার শিশুদের জন্য খাবার পাঠান।

মাশরাফির বাবা গোলাম মর্তুজা, মা হামিদা মর্তুজা, ছোট ভাই মোরসালিন মর্তুজার স্ত্রী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। এ কারণে মাশরাফি নড়াইলে যেতে পারেননি।

তবে সাংসদ মাশরাফির পক্ষে গতকাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দীন খানের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন এতিমখানায় খাবার পরিবেশন করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সহযোগিতা করেন। এর আগে এতিমখানায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এক বার্তায় মাশরাফি বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির প্রাণভোমরা। তিনি জাতিকে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র উপহার দিতে আমৃত্যু লড়াই করে গেছেন। জাতির পিতার স্বপ্ন পূরণে আগস্টের শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণে সবাইকে কাজ করার আহ্বান জানান সাংসদ মাশরাফি।