নৌকার মনোনয়ন পেলেন আনোয়ার ইকবাল

আনোয়ার ইকবাল
সংগৃহীত

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল। আজ সোমবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড তাঁকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার অনুমতি দেয়। নির্বাচনের জন্য নৌকা প্রতীকের মনোনয়ন পেতে উপজেলা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাতজন।

মনোনয়ন পাওয়ার পর মুঠোফোনে আনোয়ার ইকবাল বলেন, ‘নির্বাচনে বিজয়ী হয়ে পাইকগাছার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব।’ এদিকে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ওই উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে দুজন আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছিলেন। অন্যজন বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মজিদ।

জানতে চাইলে খুলনা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সোমবার পর্যন্ত তিনজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর পর আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর। আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণ করার কথা।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গাজী মোহাম্মদ আলী ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।