নৌকাডুবির ৩ দিন পর একজনের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে নৌকাডুবির তিন দিন পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চর আবদুল্লাহ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তি হলেন রবি তালুকদার (৪৫)। তিনি এসিআই কোম্পানির কুমিল্লা অঞ্চলের জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজানে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে রামগতি উপজেলার আলেকজান্ডার বেড়িবাঁধ থেকে রবি তালুকদারের নেতৃত্বে এসিআই কোম্পানির আরও আটজন কর্মী নৌকায় করে ঘুরতে চর আবদুল্লাহর দিকে যাচ্ছিলেন। হঠাৎ জোয়ারের পানিতে ডুবে যায় তাঁদের নৌকাটি। এ সময় নিখোঁজ হন ৯ জন। পরে খবর পেয়ে কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আটজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন রবি তালুকদার। শেষ পর্যন্ত আজ তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, রবি তালুকদারের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরার সময় তাঁর লাশটি ভাসতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। জেলেদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।