নৌকা চালিয়ে মামার বাড়িতে যাওয়ার পথে শিশুর মৃত্যু
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় নৌকা চালিয়ে মামার বাড়িতে যাওয়ার সময় নৌকা থেকে পানিতে পড়ে সাত বছরের এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দক্ষিণপাড়ায় একটি জলাশয়ে এই ঘটনা ঘটে।
ওই শিশুর নাম মীম আক্তার। সে উপজেলার দিকজান উত্তরপাড়া গ্রামের কৃষক মিন্টু মিয়ার মেয়ে। মীম দিকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিকজান উত্তরপাড়া গ্রামের মীম আক্তার আজ সকালে অপর দুই শিশুকে নিয়ে ডিঙি নৌকা চালিয়ে দক্ষিণপাড়ায় তার মামার বাড়িতে যাচ্ছিল। তারা কেউ সাঁতার জানত না। দিকজান উত্তরপাড়া গ্রামের পেছনে খানিকটা যাওয়ার পর নৌকা থেকে জলাশয়ে পড়ে মীম তলিয়ে যায়। অপর দুই শিশুর চিৎকারে আশপাশের লোকজন এসে খোঁজাখুঁজি করে বেলা ১১টার দিকে জলাশয় থেকে অচেতন অবস্থায় মীমকে উদ্ধার করে। স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নৌকা থেকে পানিতে পড়ে শিশুটির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল আজাদ।