নেত্রকোনায় ৬ ব্যাংকারসহ ১৪ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

নেত্রকোনায় আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন ব্যাংকার ও দুজন স্বাস্থ্যকর্মী আছেন। এই নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৫৩৪ জনে। গতকাল বুধবার রাত ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।


জেলার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম বলেন, 'নেত্রকোনায় গত ২ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত ৬ হাজার ৯২৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৭৮৬টির প্রতিবেদন পাওয়া গেছে। তাতে ৫৩৪ জনের শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬৩ জন এবং মারা গেছেন তিনজন।'