নেত্রকোনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
নেত্রকোনায় যাত্রীবাহী একটি বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা গ্রামীণ ব্যাংকের সামনের এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন বাসচালক মো. সবুজ মিয়া (৫৫) ও তাঁর সহকারী সোহেল মিয়া (২৮)। এর মধ্যে সবুজ মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারীগ্রাম চণ্ডীপাশা গ্রামের বাসিন্দা ও সোহেল মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজনগর গ্রামের চান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে শাহ পরান পরিবহন নামের একটি বাস যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল। সকাল পৌনে ছয়টার দিকে বাসটি নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও সহকারী নিহত হন।
পরে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে নেত্রকোনা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর সড়কের ওই অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।