নিত্যপণ্যের দাম সহনশীল রাখার দাবিতে যশোরে ক্যাবের মানববন্ধন
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখার দাবিতে যশোরে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির জেলা শাখার উদ্যোগে আজ সোমবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাবে এ মানববন্ধন হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জহুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবউদৌলা সরদার কনক, ক্যাবের সহসভাপতি প্রণব ধর, পরিমল মজুমদার, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আজাহার হোসেন, আওয়ামী লীগ নেতা আমীরুল ইসলাম রন্টু, শাহজাহান নান্নু, তুষার কান্তি রায়, হাজী খলিলুর রহমান, আনিসুর রহমান, আহসান হাবীব, জোয়াদ্দার সাজিদুর রহমান, মোস্তফা মাহাবুবুল হক বক্তব্য দেন।
মানববন্ধনে নেতারা বলেন, বর্তমান সরকার জনগণের জন্য কাজ করছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সরকারের ভাবমূর্তি নষ্ট করতে লাগামহীনভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে চলেছে। এতে সাধারণ মানুষের নুন আনতে পানতা ফুরানোর দশা। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে জনরোষ বাড়বে। তাঁরা দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকারকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।