নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে আড়াইহাজারের ইলমদী বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন মফিজুল ইসলাম, মো. জহিরুল ও মো. নবী। নবী আড়াইহাজার ও বাকি দুজন সোনারগাঁয়ের বাসিন্দা। নিহত ব্যক্তিদের পরিবারের দাবি, তাঁদের তিনজনের একজন লেগুনার মালিক, একজন চালক ও অন্যজন চালকের সহকারী। ডাকাতির সঙ্গে তাঁদের সম্পৃক্ততা নেই।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণপিটুনির পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওই এলাকার এক মুদিদোকানি বলেন, ‘ভোরে গার্মেন্টসশ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতির অভিযোগে তাদের গণপিটুনি দেওয়া হয়েছে বলে শুনেছি।’