জমি নিয়ে বিরোধের জেরে ৪ জনকে কুপিয়ে জখম
নাটোরের গুরুদাসপুরে মোতালেব হোসেনের ১৪ শতক জমি নিয়ে প্রতিপক্ষ আজব আলীর সঙ্গে ঝামেলা চলছে। সোমবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাবা–ছেলেসহ চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চারজন হলেন বাবা মোতালেব হোসেন (৫৫), ছেলে মইনুল হক (৩০), তাঁদের আত্মীয় তোরাপ আলী (৪৫) ও রাসেল হোসেন (২২)। তাঁরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় প্রতিপক্ষের আজব আলীর বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোতালেব হোসেনের ১৪ শতক জমি নিয়ে প্রতিপক্ষ আজব আলীর সঙ্গে ঝামেলা চলছে। দুই দফা আদালতের রায়ও তাঁদের পক্ষে এসেছে। সোমবার রাতে আজব আলীর পক্ষের সঙ্গে নতুন করে তাদের দ্বন্দ্ব হয়। তখন এই জখমের ঘটনা ঘটে।
আজব আলীর দাবি, পরিস্থিতির কারণে তাঁর লোকজন প্রতিপক্ষের লোকজনকে মারধর করেছেন। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেন।