নাটোরে করোনা সংক্রমণ সাড়ে চার হাজার ছাড়াল

করোনাভাইরাস পরীক্ষা
প্রতীকী ছবি

নাটোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ৫১১। গত মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

গত এক দিনে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনই নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে লালপুর উপজেলার মজিবুর রহমান (৬৫) করোনায় আক্রান্ত হয়ে এবং লালপুরের খলিলুর রহমান (৬৫) ও তাহেরপুরের রিয়াজ উদ্দিন (৪২) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় মোট ৬৭ জনের মৃত্যু হলো।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান থেকে জানা যায়, গতকাল থেকে আজ পর্যন্ত ৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনার পরীক্ষার তুলনায় শনাক্ত ৩৭ দশমিক ৯৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৮।

জেলার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে পুরো জেলায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুই হাজার ১৪৪। এর মধ্যে আজ সকাল পর্যন্ত সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন। এ ছাড়া উপসর্গ নিয়ে ইয়োলো জোনে আরও ভর্তি আছেন ৩৪ জন।

এদিকে নাটোরে গত ৪ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ১ মাসে সুস্থ হয়েছেন ৪৬৪ জন। একই সময়ে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৬৪ জন। অর্থাৎ সুস্থতার তুলনায় প্রায় পাঁচগুণ বেশি মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন।