নাটোরে আবারও সড়ক দুর্ঘটনা, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
নাটোরের বনপাড়ায় গতকাল শনিবার বেলা ১১টার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হওয়ার ঘটনার সাড়ে নয় ঘণ্টা পর পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দুজনের মৃত্যু হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে বনপাড়ার কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজের সামনে নাটোর-ঢাকা মহাসড়কে এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয় অজ্ঞাত একটি পরিবহন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর নাম শামীম আহম্মেদ (৩৫)। তিনি ব্র্যাক ব্যাংক পাবনা শাখার কর্মকর্তা ছিলেন। তাঁর বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। দুর্ঘটনার সময় তিনি নিজের বাড়ি থেকে মোটরসাইকেলে পাবনা যাচ্ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করে। রাতেই তাঁর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কাছাকাছি সময়ে নাটোর সদর উপজেলার তকিয়া-ঢালান এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে ধানবোঝাই ট্রাক সড়কের পাশে উল্টে যায়। ধানের বস্তার নিচে চাপা পড়ে আল আমিন নামের এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আমান আলীর ছেলে। তিনিসহ ২৭ জন শ্রমিক চলনবিলে ধান কাটার কাজ শেষে ধানসহ বাড়ি ফিরছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।