নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত আরেকজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে এ দুর্ঘটনায় আরেকজনের মৃত্যু হয়। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুরের গাঙপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির নাম গোলাম মোস্তফা (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকার সামছু মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অন্যদিকে ঘটনাস্থলে নিহত ব্যক্তির নাম ওয়াজকুরুনি ভূঁইয়া (৫০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সেমন্তগর এলাকার বাসিন্দা। দুবাই থেকে আসা এক স্বজনকে আনতে তাঁরা মাইক্রোবাসে করে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন।

এনা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটির চালকের পাশের আসনের যাত্রী ওয়াজকুরুনি ভূঁইয়া (৫০) নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন নারী-শিশুসহ মাইক্রোবাসটির সাত আরোহী।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার বলেন, চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে। ঘটনাস্থলে নিহত ওয়াজকুরুনি ভূঁইয়ার লাশ তাঁর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।