নবীনগরে ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তরুণ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে ওই তরুণকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত তরিকুল উপজেলার নাটঘর ইউনিয়নের একইছড়া গ্রামের বাসিন্দা।
স্কুলছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে বের হয় ওই স্কুলছাত্রী। গ্রামের রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় প্রেমের ফাঁদে ফেলে ওই স্কুলছাত্রীকে গ্রামের একটি নির্মাণাধীন নির্জন বাড়িতে নিয়ে যান তরিকুল। সেখানে তরিকুল ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। সে সময় মেয়েটির চিৎকার শুনে পথচারীরা ঘটনাস্থলে পৌঁছে তরিকুলকে আটক করেন। পরে এলাকাবাসী তারিকুলকে উপজেলার শিবপুর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।
গতকাল বুধবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে বের হয় ওই স্কুলছাত্রী। গ্রামের রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় ফাঁদে ফেলে ওই স্কুলছাত্রীকে গ্রামের একটি নির্মাণাধীন নির্জন বাড়িতে নিয়ে যান তরিকুল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর পরিবার বিয়ের মাধ্যমে বিষয়টি মীমাংসার জন্য তরিকুলকে প্রস্তাব দেয়। কিন্তু তরিকুল ওই প্রস্তাবে রাজি হননি। পরে গতকাল রাতে ওই স্কুলছাত্রীর পরিবার নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তরিকুলের বিরুদ্ধে একটি মামলা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ধর্ষণের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তরিকুলকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, ওই স্কুলছাত্রী প্রকৃত অর্থেই ধর্ষণের শিকার হয়েছে। কারণ, ধর্ষণের ঘটনার কয়েকজন সাক্ষীও আছেন।