নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় ধান কাটার যন্ত্রের (কম্বাইন্ড হারভেস্টার) আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতাইহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম সাইম মিয়া (২০)। তিনি নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের চুনু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় একই গ্রামের কৃষক সালেক মিয়া গুরুতর আহত হয়েছেন।

শেরপুর হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সালেক মিয়া ধান কাটার যন্ত্রটি চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে পাশের একটি হাওরে যাচ্ছিলেন। ওই ধান কাটার যন্ত্রে সাইমও ছিলেন। ধান কাটার যন্ত্রটি মহাসড়কের সাতাইহাল এলাকায় পৌঁছালে একটি ইটবাহী ট্রাক একে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে যন্ত্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের একটি স্থাপনায় ঢুকে পড়ে। সাইম মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় সালেক মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই পুলিশ জব্দ করেছে। তবে ওই ট্রাকের চালক পালিয়ে গেছেন।