নগদের টাকা নিয়ে উধাও বিক্রয় কর্মকর্তা
গাজীপুরে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং ‘নগদ’-এর ১৩ লাখ ৭১ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এক বিক্রয় কর্মকর্তা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার গাজীপুরের বাসন থানায় মামলা করা হয়েছে।
ব্রাদার্স স্টিল ট্রেডার্সের মালিক মহি উদ্দিন জানান, তিনি মহানগরীর চান্দনা চৌরাস্তায় বাগদাদ তানজিয়া টাওয়ারে অবস্থিত বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং নগদের সদর এলাকার অথরাইজড ডিস্ট্রিবিউটর। তাঁর প্রতিষ্ঠানে নাঈম ইসলাম (২২) নামের এক যুবক বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর বিক্রয় কর্মকর্তা নাঈম মার্কেট থেকে নগদের ১৩ লাখ ৭১ হাজার টাকা উঠিয়ে নিয়ে উধাও হয়ে যান। তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার সূর্যনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। আজ বিকেল পর্যন্ত নাঈমের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোনও বন্ধ রয়েছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আরিফুর রহমান খান বাদী হয়ে নাঈম ইসলাম এবং তাঁর সহযোগী অজ্ঞাতনামা একজনকে আসামি করে বাসন থানায় মামলা করেছেন।
বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।