নওগাঁয় করোনা সংক্রমণ বাড়ছে, আজ শনাক্তের হার ৩৫ শতাংশ

করোনাভাইরাস
প্রতীকী ছবি

নওগাঁয় গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২২৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ২৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২২ দশমিক ৯২ শতাংশ। আজ সেই তুলনায় কম নমুনা পরীক্ষা করে বেশি জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার বৃদ্ধিতে চিন্তিত স্বাস্থ্য বিভাগ।

এর আগে গত বৃহস্পতিবার ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৯ শতাংশ। বুধবার  ৫৭৩ জনের নমুনা পরীক্ষা করে এক দিনে সর্বোচ্চ ১২৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২১ দশমিক ৮২ শতাংশ।

নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও বগুড়ার টিএমএসএসের আরটি-পিসিআর ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ ছাড়া নওগাঁ সদর হাসপাতালে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৪০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের ফলাফল করোনা পজিটিভ এসেছে। নতুন শনাক্ত লোকজনের মধ্যে সদর উপজেলায় রয়েছেন সর্বোচ্চ ২২ জন। এ ছাড়া রানীনগর উপজেলায় ৬, আত্রাইয়ে ৫, মহাদেবপুরে ৮, মান্দায় ৫, বদলগাছিতে ৩, পত্নীতলায় ১, ধামইরহাটে ১, নিয়ামতপুরে ১৬, সাপাহারে ১১ এবং পোরশা উপজেলার ১ জন শনাক্ত হয়েছেন।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৩২।

চলমান বিধিনিষেধের মধ্যেই নওগাঁয় করোনা সংক্রমণ বেড়ে চলেছে। নওগাঁয় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ২৩ এপ্রিল। সেই থেকে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৩২। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৮ শতাংশ।

করোনার সংক্রমণ রোধে চলতি মাসের ৩ জুন থেকে নওগাঁ জেলার কয়েকটি উপজেলায় সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করা হয়। এই লকডাউন শেষে পরে পুরো জেলায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়। স্থানীয় প্রশাসনের জারি করা বিধিনিষেধ এখনো চলছে।