ধামরাইয়ে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী

বাল্যবিয়ে
প্রতীকী ছবি

ঢাকার ধামরাই পৌরসভার তালতলা কমিশনার মোড় এলাকায় নবম শ্রেণির এক ছাত্রীর (১৪ বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে কনের বাড়িতে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই। এ সময় তিনি মেয়ের বাবাকে ৫০ হাজার ও বরকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, শুক্রবার বেলা ৩টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা তাঁর কিশোরী মেয়ের বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে ওই বাড়িতে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হোসাইন মোহাম্মদ হাই। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে হবু বর ও তাঁর বাবার হাতে হাতকড়া পরায় পুলিশ। এরপর তিনি মেয়ের বাবাকে ৫০ হাজার ও বরকে ১০ হাজার টাকা জরিমানা করে তাঁদের হাতকড়া খুলে দেন।

ইউএনও হোসাইন মোহাম্মদ হাই বলেন, অভিযানে মেয়ের বাবা ও বরকে জরিমানা করা হয়। এ সময় মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত তাঁকে বিয়ে না দেওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।