বগুড়ার শেরপুর উপজেলায় এক নারীকে (৩৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে ভুক্তভোগী নারী এমন অভিযোগ এনে শেরপুর থানায় মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে আবু রায়হান (৩৪) নামের এক ব্যক্তিকে। রায়হান ও ভুক্তভোগী একই এলাকার বাসিন্দা।
অভিযোগে বলা হয়েছে, ধর্ষণের ঘটনা ঘটেছে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি। গত সোমবার মামলা হওয়ার পর থেকে অভিযুক্ত রায়হান গ্রামছাড়া। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, আজ মঙ্গলবার অভিযোগের সত্যতা নিশ্চিত করতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
ভুক্তভোগী জানান, অভিযুক্ত আবু রায়হান তাঁকে দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করতেন। এ নিয়ে তিনি ও তাঁর স্বামী মিলে রায়হানকে নিষেধও করেছিলেন। এরপর গত ২০ ফেব্রুয়ারি ভুক্তভোগীর স্বামীর অনুপস্থিতিতে রায়হান বাড়িতে এসে তাঁকে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ কারণে তিনি আবু রায়হানের নামে থানায় মামলা করেছেন।
মামলার বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আবু রায়হানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।