দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদক পেলেন আলেপ উদ্দিন
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানজনক রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তা আলেপ উদ্দিন। রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে তাঁর হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গি দমনে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আলেপ উদ্দিনকে এই পদক দেওয়া হয়।
২০১৪ সালের ২ অক্টোবর পুলিশ থেকে র্যাব-১১–তে যোগ দেন আলেপ উদ্দিন। ভারপ্রাপ্ত কমান্ডার, মিডিয়া সেল ও জঙ্গি সেলের ইনচার্জের দায়িত্ব পালন করে আসছেন তিনি।
২০১৭ সালে ৩৪টি জঙ্গিবিরোধী অপারেশনের নেতৃত্ব দিয়ে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষস্থানীয় নেতাসহ ৬৭ জনকে গ্রেপ্তার করেন আলেপ উদ্দিন। শিশু পাচার চক্রের মূল হোতাসহ ১৭ শিশুকে উদ্ধার ও শিশু হত্যাকারী চক্রের সাতজনকে গ্রেপ্তার করেন তিনি। সে সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বোমা ও বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। একই বছর প্রথমবারের মতো রাষ্ট্রপতি পুলিশ পদক পান তিনি।
আলেপ উদ্দিন ১৯৮৫ সালের ১ সেপ্টেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। উদ্ভিদবিজ্ঞানে অনার্স-মাস্টার্স শেষে ২০১৩ সালের ১৫ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে (৩১তম বিসিএসে) তিনি পুলিশে যোগ দেন।