২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে আটকে থাকা ফেরি দৌলতদিয়া ঘাটে আসছে। বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে।
এম রাশেদুল হক

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ বন্ধ থাকার ১২ ঘণ্টা পর ফেরিসহ সব নৌযান চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে এসব নৌযান চলাচল শুরু হয়। এর আগে তিন দিনে প্রায় ২৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বাড়ে। ফলে রাত ১০টার আগেই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কমতে শুরু করলে ১২ ঘণ্টা পর আজ বুধবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

আজ সকাল ১০টার দিকে দৌলতদিয়ার পাঁচ নম্বর ফেরিঘাটে ফেরির জন্য অপেক্ষা করতে দেখা যায় রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সকে। এটি বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে এসেছে। গুরুতর আহত রোগী নিয়ে পরিবারের লোকজন আট ঘণ্টা ধরে ফেরিঘাটে অপেক্ষা করছিলেন। আলাপকালে অ্যাম্বুলেন্সের যাত্রী মো. জাকির হোসেন বলেন, অ্যাম্বুলেন্সে থাকা রোগী স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন।

যশোরের মনিরামপুর থেকে মাছ নিয়ে এসেছেন ট্রাকচালক মিজানুর রহমান। তিনি বলেন, মাছ নিয়ে গতকাল রাত ১০টার দিকে দৌলতদিয়া ঘাটের কাছে এসে পৌঁছেই জানতে পারেন, ফেরি বন্ধ হয়ে গেছে। আজ সকাল ছয়টার দিকে ট্রাক নিয়ে সিলেটে মাছ পৌঁছানোর কথা। অথচ ঘাটই পার হতে পারলেন না।

ঘন কুয়াশার কারণে রাতে মাঝনদীতে আটকে পড়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, আমানত শাহ, ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধ্যা, হাসনা হেনা ও মাধবীলতাকে সকালে দৌলতদিয়া ঘাটের দিকে আসতে দেখা যায়। একই সঙ্গে কুয়াশার ভেতর ঝুঁকি নিয়ে একাধিক যাত্রীবাহী লঞ্চ, ইঞ্জিনচালিত ট্রলার ও বাল্কহেড চলতে দেখা যায়। কুয়াশার কারণে দৌলতদিয়া ফেরিঘাট জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার লম্বা গাড়ির লাইন চোখে পড়ে। এতে রাতভর চরম দুর্ভোগ পোহান গাড়ির যাত্রীরা।